Site icon Jamuna Television

প্রাণ হারালেন টিটিপির শীর্ষ নেতা মুফতি খালিদ বালতি

মুফতি খালিদ বালতি। ছবি: সংগৃহীত

আফগান সীমান্তবর্তী এলাকায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারালেন তেহরিক-ই-তালেবান-পাকিস্তান (টিটিপি)’র শীর্ষ নেতা মুফতি খালিদ বালতি।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে জানানো হয়, টিটিপির সাবেক মুখপাত্র ছিলেন মুফতি খালিদ বালতি। এই নেতাকে মুহাম্মদ খোরাসানি হিসেবেও চেনেন অনেকে। গোপন সংবাদের ভিত্তিতে, নানগাড়হার প্রদেশে চালানো হয় নিরাপত্তা বাহিনীর অভিযান। এ সময়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে গুলি বিনিময় হয় সশস্ত্র বাহিনীর। এক পর্যায়ে, গুলিবিদ্ধ হয়ে মারা যান ঐ তালেবান নেতা।

টিটিপির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আদৌ খালিদকেই হত্যা করা হয়েছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুসারে, ২০১৪ সালেই ক্ষমতা হস্তান্তর করেন মুফতি খালিদ বালতি। তার বয়স হয়েছিল ৪০ বছর।

আরও পড়ুন: আইএস-কে এর হামলায় আফগান গোয়েন্দা কর্মকর্তা নিহত

Exit mobile version