Site icon Jamuna Television

প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় বিবাহিত নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ছবি: প্রতীকী

প্রেমে প্রত্যাখ্যাত হওয়ায় এক বিবাহিত নারীর বাড়িতে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছ। এ ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে ভারতের বীরভূমে। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, মৃত ওই নারীর নাম পদ্মা মাল, বাড়ি বীরভূমের মালিহা গ্রামে। তার স্বামী কালিচরণ মালের মৃত্যু হয় বেশ কয়েক বছর আগেই। তারপর থেকেই অভিযুক্ত গোপাল মাল প্রায়ই পদ্মাকে বিরক্ত করতেন। অভিযুক্ত গোপালের বাড়ি সিউড়ির হাটজন বাজারে। পদ্মার স্বামী মারা যাওয়ার পর থেকেই গোপালের কুদৃষ্টি পরে তার ওপর, বারবার তাকে কুপ্রস্তাব দিতে থাকে গোপাল। কিন্তু প্রতিবারই গোপালের কুপ্রস্তাব ফিরিবে দিতেন পদ্মা!

২০১৮ সালের ২০ মে রাত সাড়ে আটটা নাগাদ গোপাল মাল হঠাৎই ঢুকে পরে পদ্মা মালের বাড়িতে। প্রথমে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এরপর গোপাল পদ্মার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পদ্মাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাসায় চুরি করতে এসে খিচুড়ি রান্না করে খাচ্ছিল চোর, অতপর…
মামলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যদানের পরই আদালত গোপাল মালকে দোষী সাব্যস্ত করেছে।

ইউএইচ/

Exit mobile version