Site icon Jamuna Television

‘একাধিক বুস্টার ডোজ ক্ষতিগ্রস্ত করতে পারে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা’

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ওমিক্রন পরিস্থিতি যাচ্ছে খারাপের দিকে। গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষায় টিকা নেয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। তবে স্বল্প বিরতিতে অতিরিক্ত ডোজ নেয়া নিয়েও সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। সংস্থাটি জানিয়েছে, একাধিক বুস্টার ডোজ ক্ষতিগ্রস্ত করতে পারে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা।

গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে যথেষ্ট গবেষণা ছাড়া চতুর্থ ডোজের বিষয়ে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। সংস্থাটি জানায়, ঝুঁকিপূর্ণদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে প্রয়োগ হলেও দীর্ঘমেয়াদে মহামারি দূর করতে কার্যকরী নয় এ কৌশল। বরং এতে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতাও।

আরও পড়ুন: ‘বিধিনিষেধ আরোপের সর্বশেষ পদক্ষেপ হওয়া উচিত স্কুল বন্ধ করা’

ইএমএ’র টিকা বিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি বলেন, টিকার চতুর্থ ডোজ নিয়ে যথেষ্ট তথ্য উপাত্ত এখনও নেই। এখানে দু’টি উদ্বেগের বিষয় রয়েছে; প্রতি চার মাস পরপর এভাবে টিকা দেয়া হলে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, অবসাদসহ দেখা দেবে নানা শারীরিক জটিলতা।

আরও পড়ুন: ‘৬-৮ সপ্তাহের মধ্যে ওমিক্রনে আক্রান্ত হবে ইউরোপের অর্ধেকের বেশি মানুষ’

Exit mobile version