Site icon Jamuna Television

৪০ বছর প্রেমের পর ধুমধাম করে বিয়ে, পাত্র দেখে তাজ্জব সবাই!

ছবি: প্রতীকী

টানা ৪০ বছর ধরে প্রেম করেছেন এই নারী। এর পর সেই প্রেমের পূর্ণতা দিতে ধুমধাম করে বিয়েটাও সেরে ফেলেছেন তিনি। বিয়েতে আয়োজনেরও ছিল না কোনো কমতি। উপস্থিত ছিলেন অতিথিরাও। এ পর্যন্ত সব ঠিক থাকলেও পাত্রকে দেখে সকলেই তাজ্জব বনে যান। কারণ পাত্র কোনো মানুষ নয়, রঙ। তাও যে সে রঙ নয়, গোলাপি রঙ।

কথায় আছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তাই অদ্ভুত শোনালেও বাস্তবে সেটাই ঘটেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা ‘কিটেনকায়সারা’ বিয়ে করেছেন তার প্রিয় রঙ গোলাপিকে। লাস ভেগাসে জাঁকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ইতিহাস সৃষ্টিকারী এই বিয়ের অনুষ্ঠান। বলার অপেক্ষা রাখে না যে, এই বিয়ের অনুষ্ঠানস্থল থেকে শুরু করে পোশাক কিংবা আনুষঙ্গিক জিনিসপত্র সব গোলাপি রঙেরই হবে। জানুয়ারির ১ তারিখে গোলাপি পোশাক পরা একদল মানুষের সামনে গোলাপি রঙের কাডিলাকে বসে বিয়েটা সেরে ফেলেন কনে।

টানা ৪০ বছর ধরে গোলাপি শেডের বিভিন্ন পোশাকই তিনি পরে আসছেন। ৪০ বছরের সম্পর্কের পর তিনি গোলাপি রঙকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। অবশ্য এই বিয়ের সিদ্ধান্ত হুট করে আসেনি। দুই বছর আগে এক শিশু গোলাপি রঙ পরার জন্য তাকে ঠাট্টা করেন। এরপরই বিয়ে রঙের সঙ্গেই প্রণয়ে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেন তিনি।

বিয়ের বিশেষ দিনটিতে কিটেনকায়সারা গোলাপি গাউন, গোলাপি ফারের কোট ও গোলাপি টায়রা পরেছিলেন। তার চুলেও গোলাপি রঙ করেছিলেন। তার লিপস্টিক থেকে শুরু করে গহনা, সবই ছিল গোলাপি রঙের। এমনকি যেসব অতিথিরা বিয়েতে উপস্থিত ছিলেন, তাদেরও গোলাপি রঙ পরে আসার অনুরোধ জানিয়েছিলেন তিনি। এমনকি বিয়েতে তিনি যে বিশাল কেকটি কেটেছেন সেটিও ছিল গোলাপি রঙের।
আরও পড়ুন: শিকারকে তরলে পরিণত করতে পারে যে বিষাক্ত প্রাণী

ইউএইচ/

Exit mobile version