Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তুর্কি ফুটবলার আহমেত চালিক

আহমেত চালিক। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তুরস্কের জাতীয় দলের ডিফেন্ডার আহমেত ইলমাজ চালিক। গত মঙ্গলবার (১১ জানুয়ারি) তুরষ্কের রাজধানী আঙ্কারার কাছে ঘটে এই দুর্ঘটনা।

টার্কিশ সুপার লিগে কোনইয়াসপোর’এ খেলতেন আহমেত চালিক। সবশেষ ম্যাচের মাঠেও ছিলেন জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার। শনিবার আরও একটি ম্যাচে মাঠে নামার কথা ছিল তার।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২৮ বছর বয়সী এই ফুটবলার নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আঙ্কারার কাছাকাছি গুনবাসির কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় তার গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান জাতীয় দলের এই ফুটবলার।

২০১৭ সালে মালদোভার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা আহমেত চালিক ২০২০ সালে গ্যালাতাসারাই থেকে যোগ দেন কোনইয়াসপোর’এ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন, তার সাবেক দল গ্যালারাসারাই’সহ তুর্কি শীর্ষ পর্যায়ের সব দল।

আরও পড়ুন: আজ এল ক্লাসিকো, মহারণে লড়বে রিয়াল-বার্সা

Exit mobile version