Site icon Jamuna Television

বাংলাদেশেই ফোর-জি স্মার্টফোন তৈরি করবে স্যামসাং

অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশেই হ্যান্ডসেট তৈরি করবে বিশ্বখ্যাত মোবাইল হ্যান্ডসেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স। এ লক্ষ্যে নরসিংদীতে কারখানা তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত, স্যামসাং ইলেক্ট্রনিক্সের ফোর-জি স্মার্টফোন তৈরি হবে এই কারখানায়।

মঙ্গলবার দুপুরে, এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্যামসাং-এর কর্মকর্তারা। বলেন, বিশ্বে বাংলাদেশ এখন সবচেয়ে বড় এবং ক্রমবর্ধমান স্মার্টফোন বাজার হিসেবে পরিচিত। ৫৮ হাজার স্কয়ার ফুট আয়তনের এই কারখানাটিতে গ্রাহকদের জন্য সাশ্রয়ী স্মার্টফোন তৈরি করা হবে। আগামী জুলাই মাসের মধ্যে বাংলাদেশে তৈরি হ্যান্ডসেট পাবেন গ্রাহকরা।

স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের এমডি স্যাংওয়ান ইউন বলেন, এ কারখানা স্থাপনের ফলে সহস্রাধিক দক্ষ টেকনিশিয়ানের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে।

স্যামসাং হচ্ছে প্রথম গ্লোবাল হ্যান্ডসেট কোম্পানি যারা বাংলাদেশে মোবাইল তৈরির কারখানা স্থাপন করছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version