Site icon Jamuna Television

রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচারকারীদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

বিদেশে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তাদের তালিকা তৈরি করে পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।

আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক এই প্রস্তাবের কথা জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিরোধী অপপ্রচার রোধে ইউটিউব ও ফেসবুকের বাংলাদেশে অফিস স্থাপনে জোর দেয়ার জন্য বিটিআরসিকে বলা হয়েছে। র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। এক্ষেত্রে দূতাবাসগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী।

আরও পড়ুন: সমাবেশ বন্ধ করতে নয়, করোনা থেকে বাচঁতে বিধিনিষেধ দিয়েছে সরকার: হানিফ

জেডআই/

Exit mobile version