Site icon Jamuna Television

ইলিয়াসের বিরুদ্ধে সুবাহর আরও একটি মামলা

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় মামলাটি দায়ের করেন সুবাহ। এ মামলার অপর আসামি হলেন মডেল কারিন নাজ।

এ মামলায় বুধবার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এজহারে উল্লেখ করা হয়েছে, কারিন নাজ গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।

মামলায় সুবাহ অভিযোগ করেছেন, আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায়। আসামিরা বাদীর সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটালমাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে।

সুবাহ এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় আরেকটি মামলা দায়ের করেন।

Exit mobile version