Site icon Jamuna Television

ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন ইয়াসির শাহ

ইয়াসির শাহ। ছবি: সংগৃহীত

ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ। ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়েছিল পাকিস্তান টেস্ট দলের এই স্পিনারের বিপক্ষে।

অভিযোগের সাপেক্ষে তদন্তের পর পুলিশ ইয়াসির শাহের নাম বাতিল করেছে চার্জশিট থেকে। পুলিশের পক্ষ থেকে ইয়াসির শাহকে নির্দোষ বলা হয়েছে।

এর আগে ইসলামাবাদে শালিমার পুলিশের কাছে ইয়াসির শাহ ও তার বন্ধু ফারহানকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন এক কিশোরী। সেখানে ফারহানের বিপক্ষে সরাসরি ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়। আর ইয়াসিরের বিপক্ষে অভিযোগ আনা হয় সহায়তাকারী হিসেবে।

তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এফআইআরে ভুলবশত ইয়াসির শাহর নাম অন্তর্ভুক্ত করেছিলেন ওই কিশোরী।

আরও পড়ুন: ভারতকে নিয়ে চারজাতি টুর্নামেন্ট আয়োজন করবে পিসিবি

Exit mobile version