Site icon Jamuna Television

আইপিএলে ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছি: স্টার্ক

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে ৬ বছর পর আবারও আইপিএলে খেলবেন অজি পেসার মিচেল স্টার্ক। হোবার্ট টেস্টের আগে আইপিএলে যোগ দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কাগজের স্বাক্ষর করা নিয়ে এই পেসম্যান বলেন, এখনও নাম লিখে দেইনি আমি। তবে আইপিএলে ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছি।

জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে আর পরিবারকে সময় দিতে আইপিএলের অধিকাংশ সিজন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন মিচেল স্টার্ক। ২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে আইপিএলে খেলেছিলেন এই স্পিডস্টার। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেও চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান এই পেসার।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে আইপিএলের এবারের আসর খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক। ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এরপরই জানা যাবে কোন দলের জার্সিতে আইপিএল খেলবেন এই ইয়র্কার মাস্টার।

আরও পড়ুন: ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন ইয়াসির শাহ

Exit mobile version