Site icon Jamuna Television

টাইগারদের পেস বোলিং কোচের পদ ছাড়ছেন ওটিস গিবসন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন ওটিস গিবসন। ক্রিকবাজের কাছে এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। চলতি মাসের ২০ তারিখেই তাই শেষ হচ্ছে এই ক্যারিবিয়ানের বাংলাদেশে দুই বছরের অধ্যায়।

পাকিস্তান সুপার লিগ পিএসএলের দল মুলতান সুলতান্সের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন ওটিজ গিবসন। মুলতানের বোলিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পেয়েছৈন ওটিজ গিবসন। ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের আগে মুলতান সুলতান্সে যোগ দেবেন তিনি।

২০২০ সালে চার্ল ল্যাঙ্গেভেল্টের জায়গায় টাইগারদের পেস বোলিং কোচ হয়ে আসেন ওটিস গিবসন। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

খেলোয়াড় জীবনে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২ ওয়ানডে ও ১৫ ওয়ানোডে খেলেছেন ওটিস। ৫২ বছর বয়সী ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই কোচের ঝুলিতে ছিল ৩৭ টি আন্তর্জাতিক উইকেট। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫৯ ও লিস্ট এ ক্যারিয়ারে ৩১০ উইকেট শিকার করেছেন তিনি।

আরও পড়ুন: আইপিএলে ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছি: স্টার্ক

Exit mobile version