Site icon Jamuna Television

বাউল ছদ্মবেশে থাকা সিরিয়াল কিলার গ্রেফতার

মাঝে সিরিয়াল কিলার ও ফেরারি আসামি মো. হেলাল হোসেন।

বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার ও ফেরারি আসামি মো. হেলাল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। গতরাতে অভিযান চালিয়ে ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।

তিনি বলেন, একাধিক খুন করে সাত বছর ফেরারি ছিল হেলাল। সে বাউল ছদ্মবেশে বিভিন্ন রেল স্টেশনে ঘুরে বেড়াতো। সর্বশেষ একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করে সে। ভিডিওতে হেলালকে দেখে র‍্যাবে খবর দেয় এক ব্যক্তি। এরপর র‍্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দারা নিশ্চিত হয় এই ব্যক্তিই একাধিক হত্যা মামলার আসামি হেলাল।

আরও পড়ুন: পিরোজপুরে যুবলীগ কর্মীর হাত কেটে নিলো প্রতিপক্ষরা

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে সিরিয়াল কিলার হেলাল। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version