Site icon Jamuna Television

জেএমবির দাওয়াত শাখার অন্যতম প্রধান ওয়াহিদুল গ্রেফতার

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নীলফামারি ও দিনাজপুরের দাওয়াত শাখার অন্যতম প্রধান মো. ওয়াহিদুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। এছাড়া ঢাকা ও নীলফামারীর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় জেএমবির ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এই বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ জানায়, গ্রেফতারকৃতদের নামে মামলা রয়েছে। গ্রেফতার করার পর পুলিশ হেফাজতে নিয়ে তাদের ‘ব্যাপক জিজ্ঞাসাবাদ’ করা হয় বলেও জানিয়েছে তারা।

এটিইউ জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে গতরাত ১২টায় ঢাকায় আত্মগোপনে থাকা হাফেজ মো. ওয়াহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওয়াহিদ দিনাজপুরের একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষকতার আড়ালে তিনি জেএমবির দাওয়াতের কাজ করতেন। তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হাফেজ ওয়াহিদুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এডব্লিউ

Exit mobile version