Site icon Jamuna Television

আপাতত হেড কোচ থাকছেন ডোমিঙ্গো, জানালো বিসিবি

ছবি: সংগৃহীত

ছাঁটাই নয়, আপাতত জাতীয় দলের কোচের দায়িত্বে থাকছেন রাসেল ডোমিঙ্গো। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। করোনার ঊর্ধ্বগতির কারণে বিপিএলের এবারের আসরেও মাঠে আসতে পারবে না দর্শক, সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতার পর হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর অবস্থান ছিল অনেকটাই নড়বড়ে। নিউজিল্যান্ড সিরিজের পরই এমনটি ঘটতে পারে বলে শোনা গেছে গুঞ্জন। তবে কিউইদের বিপক্ষে সিরিজের পর জানা গেল, টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন তার চুক্তি নবায়ন করছেন না। অন্যদিকে থেকে যাচ্ছেন রাসেল ডোমিঙ্গো।

২০১৯ সালে বিশ্বকাপের পর স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হন রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশের হেড কোচ হিসেবে তার প্রাথমিক চুক্তি ছিল ২ বছরের।

আরও পড়ুন: টাইগারদের পেস বোলিং কোচের পদ ছাড়ছেন ওটিস গিবসন

Exit mobile version