Site icon Jamuna Television

য়্যুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো ইন্টার মিলান

ছবি: সংগৃহীত

ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান। সান সিরোতে অনুষ্ঠিত ফাইনালে অ্যালেক্সিস সানচেজের অতিরিক্ত সময়ের লক্ষ্যভেদে য়্যুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার।

ইন্টারের মাঠ সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় সিমোন ইনজাঘির ইন্টার। তবে স্রোতের বিপরীতে এগিয়ে যায় য়্যুভেন্টাস। ২৫ মিনিটে ওয়েস্টন ম্যাক্কেনির গোলে লিড নেয় তুরিনের ক্লাবটি। তবে মিনিট দশেক পরই পেনাল্টি পায় ইন্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ১-১ গোলের সমতায়ই বিরতিতে যায় দুই ক্লাব।

দুই মেরুতে য়্যুভেন্টাস ও ইন্টার। ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কেউ সাফল্য পায়নি। ম্যাচ তাই গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ইনজুরি সময়ে আকাঙ্ক্ষিত গোল পায় ইনজাঘির দল। ১২১ মিনিটে চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মাতে শিরোপা উৎসবে। এ নিয়ে ষষ্ঠবার সুপার কাপ শিরোপা ঘরে তুললো মিলানের ক্লাবটি। ২০০৯ সালের পর এই প্রথম মিলানের এই ক্লাব জয় করলো সুপার কাপের শিরোপা।

আরও পড়ুন: আবারও বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

Exit mobile version