Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সি-গ্রুপের নতুন সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সি-গ্রুপের নতুন সূচি প্রকাশ করেছে আইসিসি। আফগানিস্তান দলের ভিসা জটিলতার কারণে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে সি গ্রুপের সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ১৮ জানুযারি থেকে শুরু হবে আফগান যুবাদের বিশ্বকাপ মিশন। সি গ্রুপের সবগুলো ম্যাচ যাতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হয়, সে জন্যও আনা হয়েছে এই রদবদল।

আরও পড়ুন: টাইগারদের পেস বোলিং কোচের পদ ছাড়ছেন ওটিস গিবসন

এদিকে, যুব বিশ্বকাপে অংশ নিতে বুধবার (১২ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করেছে আফগানিস্তান। এরপর সেখানে পৌঁছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল।

আরও পড়ুন: টিকা না নেয়ায় বাংলাদেশের ইন্দোনেশিয়া সফর বাতিল

Exit mobile version