Site icon Jamuna Television

ভারতে একদিনে শনাক্ত প্রায় আড়াই লাখ

ছবি: সংগৃহীত।

বিশ্বব্যাপী লাফিয়ে বাড়ছে করোনা। সেইসাথে তাল মিলিয়ে ভারতেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একদিনে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আক্রান্তের পাশাপাশি গত এক দিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে। যা গত মে মাসের পর সর্বোচ্চ।

আরও পড়ুন: ৪ মাসের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখলো জাপান

ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। এদের মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মহারাষ্ট্রে ৪৭ হাজার ৭২৩ জন এবং দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কেরালায় তিন মাসের মধ্যে প্রথমবার দেনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে।

/এনএএস

Exit mobile version