Site icon Jamuna Television

জোকোভিচের ভিসা জটিলতায় পেছালো অস্ট্রেলিয়ান ওপেনের ড্র

ছবি: সংগৃহীত

পিছিয়ে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। নোভাক জোকোভিচের ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই এই ড্র পিছিয়েছে বলে জানিয়েছে এএফপি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকাল ৩টায় এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মূলত জোকোভিচের ভিসা ইস্যুর কারণেই অনিশ্চয়তার মুখে পড়ে অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ।

এদিকে দ্য টাইমসের টেনিস করেসপন্ডেন্ট স্টুয়ার্ট ফ্রেজার এক পোস্টের মাধ্যমে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। অস্ট্রেলিয়া সরকার দ্বিতীয়বারের মতো টেনিসের শীর্ষ বাছাই জোকোভিচের ভিসা বাতিল করবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও।

আরও পড়ুন: গ্রেফতার নাম্বার ওয়ান টেনিস তারকা জোকোভিচ!

Exit mobile version