Site icon Jamuna Television

গত ছয় মাসে প্রতি দুই দিনে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে: সিপিডি

গেল ছয় মাসে প্রতি দুই দিনে ঘটেছে অন্তত একটি অগ্নিকাণ্ড। শুধু গার্মেন্টস খাতেই নয়, অন্য শিল্পও এখন অগ্নি ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার উদ্যোগ আছে, কিন্তু সীমাবদ্ধতার কারণে তা এগিয়ে নেয়া যাচ্ছে না।

কর্মক্ষেত্রে অগ্নিদুর্ঘটনা ও শ্রমিক নিরাপত্তা নিরসনের উদ্যোগ কোথায়, এ শিরোনামে রাজধানীতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এমন তথ্য তুলে ধরে।

সিপিডি জানায়, তৈরী পোশাক খাতের বাইরে ৪২ হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেসব খাতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এসব কারখানার ৪২ ভাগই নন কমপ্লায়েন্টস। এদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করেছে মাত্র ৭ ভাগ কারখানা।

আরও জানায়, অগ্নিকাণ্ডের ফলে শুধু শিল্প প্রতিষ্ঠানের ক্ষতিই হচ্ছে না, প্রাণহানির ঘটনাও অনেক। ঢাকায় তুলনামূলক অগ্নিকাণ্ডের ঘটনা বেশি উল্লেখ করে বলা হয়, তদারকির ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। কিন্তু তিন মাসে ৫ হাজার কারখানা তদারকির লক্ষ্য ধরা হলেও করা হয়েছে মাত্র ৮৭৫টি কারখানা। এই তদারকি ব্যবস্থায় আন্তর্জাতিক শ্রম সংস্থাকে (আইএলও) যুক্ত না রাখা শুভ লক্ষণ নয় বলেও জানায় সিপিডি।

/এমএন

Exit mobile version