Site icon Jamuna Television

চীনে লোহার খাঁচার আদলে তৈরি কোয়ারেন্টাইন সেলে পাঠানো হচ্ছে করোনা আক্রান্তদের

সংগৃহীত ছবি

করোনা সংক্রমণের হার শুন্যের কোঠায় নামিয়ে আনতে এবার বিশেষ কোয়ারেনটাইন সেল ব্যবহার শুরু করেছে চীন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লোহার খাঁচার আদলে তৈরি করা হয়েছে এসব কোয়ারেনটাইন সেল।

আগামী মাসে বেইজিংয়ে শুরু হতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। সেখানে বিদেশি খেলোয়াড়, প্রতিনিধি, পর্যটক এবং কূটনীতিকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় শি জিন পিং প্রশাসন। এ লক্ষ্যে করোনায় সংক্রমণের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে জোর প্রচেষ্টা চলছে। এর জেরে বিভিন্ন শহরের কয়েক লাখ মানুষকে রাখা হয়েছে কোয়ারেনটাইনে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে লোহার খাঁচার আদলে তৈরি কোয়ারেনটাইন সেল।

স্থানীয়দের অভিযোগ, মধ্যরাতে জরুরি প্রয়োজনে বের হলেও ধরে নিয়ে রাখা হচ্ছে কোয়ারেনটাইনে। সেখানে গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধদেরও রাখা হচ্ছে। চীনে দুই দিনে আরও চার শতাধিক মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস যাদের বেশিরভাগই স্থানীয়ভাবে সংক্রমিত।

Exit mobile version