Site icon Jamuna Television

সস্ত্রীক করোনায় আক্রান্ত ফজলে নূর তাপস

শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, দেশের বাইরে যাওয়ার জন্য কোভিড টেস্ট করালে ডিএসসিসির মেয়রের করোনা পজেটিভ আসে। তাপসের হালকা কাশিও রয়েছে।

এর আগে তার দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তাদের ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তাপস ও তার স্ত্রী আক্রান্ত হয়েছেন।

/এমএন

Exit mobile version