Site icon Jamuna Television

ইয়েমেনে দেড় কোটির বেশি মানুষের প্রয়োজন জরুরি সহায়তা

ছবি: সংগৃহীত

ইয়েমেনে ১ কোটি ৬০ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। বুধবার (১২ জানুয়ারি) এ লক্ষ্যে ৪০০ কোটি ডলারের তহবিল গঠনের আবেদন জানিয়েছে জাতিসংঘ।

চলতি বছরের পুরোটা জুড়ে ইয়েমেনে এই সহায়তা দেয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তাই দাতা দেশগুলোকে চলতি বছর সমর্থন ও অর্থের পরিমাণ বাড়ানোর আহ্বান জানায় তারা। সাম্প্রতিক বছরগুলোতে দাতা তহবিলের পরিমাণ কমে আসায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গেল বছর প্রয়োজনীয় অর্থের মাত্র ৫৮ শতাংশ জমা পড়েছিল তহবিলে। এতে বন্ধ হয়ে যায় বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, নিরাপত্তার মত অনেক জরুরি সেবা। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাবারের অভাব ও রোগে ইয়েমেনে গেল সাত বছরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ লাখ ৭৭ হাজার মানুষ।

আরও পড়ুন: ভেনেজুয়েলার জ্বালানি পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Exit mobile version