Site icon Jamuna Television

যত আসন তত যাত্রী নিয়ে বিদ্যমান ভাড়াতেই চলবে বাস

সংগৃহীত ছবি

যত আসন তত যাত্রী নিয়ে বিদ্যমান ভাড়াতেই বাস চলবে। বিআরটিএ চেয়ারম্যানের সাথে মিটিং শেষে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার তাদের জানিয়েছেন শনিবার (১৫ জানুয়ারি) থেকে গণপরিবহনের যত আসন রয়েছে তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, ১০ জানুয়ারি করোনা মহামারি প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১১ দফা বিধিনিষেধের ছয় নম্বর দফায় বলা হয়েছে, ট্রেন, বাস ও লঞ্চে অর্ধেক যাত্রী নিতে হবে। সব যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে। এতে আরও বলা হয়, জনসাধারণকে অবশ্যই বাইরে গেলে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

Exit mobile version