Site icon Jamuna Television

অনুষ্ঠান পণ্ডের প্রতিবাদে ঢাবির টিএসসিতে কাওয়ালি ও প্রতিবাদী গানের আসর

টিএসসিতে কাওয়ালি পরিবেশন করছে সিলসিলা।

হামলায় কাওয়ালি গানের অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করেছে ‘কাওয়ালি ও প্রতিবাদী গানের আসর’। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলসিলা নামক একটি কাওয়ালি ব্যান্ড কাওয়ালি পরিবেশন করছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাবির টিএসসিতে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠান হামলায় পণ্ড হয়ে যায়।

ওই ঘটনার প্রতক্ষ্যদর্শী ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী কাজী রাকিব হোসেন যমুনা নিউজকে জানিয়েছিল, অনুষ্ঠানটিতে হামলাকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

টিএসসি’তে কাওয়ালি শিরোনামের অনুষ্ঠানটির আয়োজকদের একজন মীর হুযাইফা আল-মামদূহ। তিনি জানিয়েছিলেন, ছাত্রলীগ করোনার কারণে অনুষ্ঠানটি করতে নিষেধ করেছিল। কিন্তু করোনার বিধিনিষেধ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ায় এ অনুষ্ঠানটি করার পক্ষে ছিলেন আয়োজকেরা।

/এসএইচ/এমএন

Exit mobile version