Site icon Jamuna Television

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর কেমন আছে জানালেন নাগা

সামান্থা প্রভু আগেই জানিয়েছিল, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়ে পড়ার কথা। কিন্তু চার বছরের দাম্পত্য জীবনে কেন ফাটল ধরল, তা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে একটি বাক্যও উচ্চারণ করেনি দু’জনের কেউ। তবে বিচ্ছেদ ঘোষণার প্রায় চার মাস পর এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন নাগা চৈতন্য। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এ প্রসঙ্গে নাগা বলেছেন, কঠিন সময়ে পুরো পরিবার আমার পাশে ছিল। আমাদের দু’জনের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। ও খুশি, আমিও ভালো আছি। পেশাগতভাবেও আমরা এগিয়ে যাচ্ছি। মানে বিচ্ছেদ নিয়ে কথা বললেও এই পদক্ষেপের কারণ স্পষ্ট করে জানালেন না এই অভিনেতা।

তবে গুঞ্জন আছে, পর্দায় সামান্থার খোলামেলা ‘সাহসী’ দৃশ্য করা নিয়ে আপত্তি ছিল নাগা ও তার পরিবারের। কিন্তু শ্বশুরবাড়ির চাপিয়ে দেয়া এই সিদ্ধান্ত উপেক্ষা করেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এর যৌন দৃশ্যে অভিনয় করেন সামান্থা। অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় একটি আইটেম গানে দেখা যায় তাকে। অনেকেই বলেছেন, অভিনেত্রীর এমন পদক্ষেপে ফাটল ধরে তাদের দাম্পত্যে।

এমএন/

Exit mobile version