Site icon Jamuna Television

ইসরাইলের বিরুদ্ধে মামলা করার আহ্বান হামাসের

গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক লোকজনকে হত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

আরব লিগের মহাসচিব আহমদ আবুল গেইতের সঙ্গে সোমবার ফোনালাপে হামাসপ্রধান ইসমাইল হানিয়া এ আহ্বান জানান। ইস্যুটি জাতিসংঘে তোলার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। ইসরাইলি হত্যাকাণ্ডের বিষয়টি পর্যালোচনার জন্য আরব লিগ আজ জরুরি বৈঠকে বসবে।

আরব লিগে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত দিয়াব আল-লুহ জানিয়েছেন, তার দেশ আরব লিগে একটি স্মারকলিপি জমা দিয়েছে। এতে স্থায়ী প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানানো হয়।

গত শুক্রবার ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে ২০ জন নিরস্ত্র ফিলিস্তিনি শহীদ হন। এ নিয়ে সারা বিশ্বে নানামুখী আলোচনা চলছে।

Exit mobile version