Site icon Jamuna Television

কাজাখস্তান ছাড়ছে রুশ সেনাবহর

কাজাখস্তান ছাড়ছে রুশ নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু নিশ্চিত করেন এ তথ্য।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ইভানোবো সেভারনি বিমানবন্দরে অবতরণ করেছে সেনাসদস্যদের বহনকারী বিমান। ১৯ জানুয়ারির মধ্যে পুরো বাহিনীকে সরিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি।

এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানান, যে উদ্দেশ্যে সেনাদের কাজাখস্তান পাঠানো হয়েছিল সেটি সফঠল হয়েছে। সুতরাং তাদেরকে দেশে ফিরিয়ে আনাই যথাযথ সিদ্ধান্ত।

বছরের প্রথম দিন থেকেই তরল জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তাল কাজাখস্তান। এ নিয়ে নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে ১৬৪ জন। পরিস্থিতি মোকাবেলায় অন্তত ১২ হাজার মানুষকে গ্রেফতার করেছে সরকার। অবশ্য এর পেছনে রাজনৈতিক অন্তর্কোন্দলকে দুষছেন বিশ্লেষকরা।

/এডব্লিউ

Exit mobile version