Site icon Jamuna Television

সুদানে বিক্ষোভকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

সংগৃহীত ছবি

সুদানে জান্তাবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানী খাতুর্মে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়ান বিক্ষোভকারীরা।

সরকারি স্থাপনাগুলো ঘেরাও করাই মূল টার্গেট ছিল আন্দোলনকারীদের। কিন্তু, নিরাপত্তা সদস্যরা টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুঁড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এদিকে, প্রতিবেশী শহর বাহরিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় একজনের। আহত অনেকে।

গত বছরের ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। তারপর থেকেই গণতান্ত্রিক সরকার, সুষ্ঠু নির্বাচন এবং সংবিধান সংস্কারের দাবিতে চলছে আন্দোলন। চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী আবদাল্লাহ্ হামদক।

Exit mobile version