Site icon Jamuna Television

করোনামুক্ত হলেও ফিট নন মেসি

সংগৃহীত ছবি।

করোনামুক্ত হলেও এখনও ম্যাচ ফিটনেস ফিরে পাননি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে দ্রুতই ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।

ক্রিসমাসের ছুটিতে সপরিবারে আর্জেন্টিনা ফেরেন মেসি। সেখানেই করোনা পজেটিভ হন এলএম টেন। করোনার কারণে এর মধ্যে পিএসজির হয়ে দুই ম্যাচ খেলা হয়নি তার। আক্রান্ত হওয়ার পর প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভক্তদের নিজের সুস্থতার কথা জানান মেসি।

করোনা থেকে সেরে উঠতে প্রত্যাশার বেশি সময় লাগছে জানিয়েছেন তিনি। ফলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও দেখা যাবে না এই ফুটবল যাদুকরকে।

/এডব্লিউ

Exit mobile version