Site icon Jamuna Television

‘মৃত্যুর দ্বারপ্রান্তে লাখ লাখ আফগান’

ছবি: সংগৃহীত

মৃত্যুর দ্বারপ্রান্তে আছে এখন লাখ লাখ আফগান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, একদিকে তীব্র শীত, অন্যদিকে যুক্তরাষ্ট্রে অনুদানের অর্থ আটকে রাখায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আছে দেশটি।

আফগানদের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন গুতেরেস। প্রস্তাবিত ৫শ’ কোটি ডলার তহবিল গঠনে দাতা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নিউইয়র্কে সাংবাদিকদের তিনি জানান, আফগানিস্তানের অর্ধেকের বেশি বাসিন্দা জীবন ধারণের জন্য ত্রাণের উপর নির্ভরশীল।

আন্তোনিও গুতেরেস বলেন, নীতিমালা, শর্তের ঘেরাটোপে সাহায্যের অর্থ আটকে থাকায় জীবন ও অর্থনীতি বিপর্যস্ত আফগানিস্তানে। জরুরি পরিস্থিতিতে এই শর্ত তুলে নেয়া উচিত। মৌলিক পণ্যসহ সরকারি কর্মীদের বেতন, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো খুব জরুরি।

আরও পড়ুন: বেদুইনদের উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত ইসরায়েল

Exit mobile version