Site icon Jamuna Television

টেকনাফ থেকে আড়াই কেজি ক্রিস্টাল মেথ জব্দ

টেকনাফ থেকে প্রায় আড়াই কেজি ক্রিস্টাল মেথ আইস মাদক জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য আনুমানিক ১২ কোটি ৫০ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। সাগরপাড় থেকে আসা এক ব্যক্তিকে দেখে সন্দেহে হলে থামার নির্দেশ দেয়া হয়। এসময় একটি ব্যাগ ঝাউবনে ফেলে পালিয়ে যায় সে।

পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। জব্দকৃত ক্রিস্টাল মেথ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version