Site icon Jamuna Television

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে (নাসিক) আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এবার মোট ১৯২টি গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন।

নাসিক নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে থাকবেন ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া, অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ৯ জন, জুডিশিয়াল ম্যাজিস্টেট ১৪ জন, পুলিশের স্ট্রেইকিং ফোর্স ২৭টি, প্রতি টিমে ৫ জন সদস্যসহ পুলিশের মোবাইল কোর্ট বসানো হবে ৬৪টি, একজন এএসআইসহ প্রতি কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হবে ৫ জন, কেন্দ্র প্রতি আনসার থাকবেন ১২ জন।

এছাড়া ১৪ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন অতিরিক্ত বিজিবি, র‍্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স, র‍্যাবের ৬টি চেক পোস্ট, র‍্যাবের টহল টিম ৭টি, ৫ ইভিএম কেন্দ্রের জন্য ১টি করে মোট-৪৮ টি টেকনিক্যাল টিম এবং পুরো নির্বাচনী এলাকায় উচ্চ পর্যায়ের টেকনিক্যাল টিম থাকবে ৫টি।

উল্লেখ্য, নাসিক নির্বাচনে এবার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিনা হায়াৎ আইভী এবং সতন্ত্র প্রার্থী হিসেবে আছেন তৈমূর আলম খন্দকার।

এসজেড/

Exit mobile version