Site icon Jamuna Television

সন্তান জন্মদান নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃগীত।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সন্তান নিয়ে অনুরাগীদের জল্পনা-কল্পনার শেষ নেই। তবে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। জানালেন, এই তারকা দম্পতির ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে রয়েছে সন্তান জন্ম দেওয়া। তবে অভিনেত্রীর কথায়- সৃষ্টিকর্তার ইচ্ছা যে দিন হবে, সে দিন হবে।

তবে এই ব্যস্ততার মধ্যে সন্তান নিয়ে ভাবছেন কিনা, এমন প্রশ্নে প্রিয়াঙ্কা বলেন, আমরা এতোটাও ব্যস্ত নই, যে সন্তান জন্ম দেয়ার পরিকল্পনা করতে পারবো না। তবে সন্তান এলে নিজেদের পেশাগত জীবনে কিছুটা রাশ টানবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগেও এক বার গুজব রটেছিল, মা হতে চলেছেন প্রিয়াঙ্কা। ওঠে বিচ্ছেদের গুঞ্জনও। তবে পরে এসবই গুজব বলে জানা যায়।

এসজেড/

Exit mobile version