Site icon Jamuna Television

অর্জুনের সাথে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মালাইকা

ছবি: সংগৃহীত

সম্প্রতি অর্জুন কাপুরের সাথে সম্পর্ক বিচ্ছেদের গুজব রটেছিল মালাইকার। বিষয়টা যে শুধুই গুজব ছিল তা পরিষ্কার করেছেন অর্জুন। ফটোশুটে ঝড় তুলে মালাইকা আরোরাও বুঝিয়ে দিলেন এরকম কিছু ঘটেনি।

নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের গুজব উড়িয়ে ফটোশুট করলেন মালাইকা। সোনালী রংয়ের চকচকে শর্ট বডিকনে চমকে দিলেন নেটিজেনদের।

আরও পড়ুন: বিয়ে নয়, বিচ্ছেদ হলো অর্জুন-মালাইকার!

ফটোশুটে মালাইকার পোশাকের কাটাউট ডিজাইন চোখে পড়ার মতো। মালাইকার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। কিন্তু তার ফিটনেস দেখে তা বোঝার উপায় নেই।

বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে সম্পর্কের রয়েছেন তিনি। কিন্তু দু’জনের রসায়ন এখনো সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে।

/এনএএস

Exit mobile version