Site icon Jamuna Television

বিমানের খাবারে আরশোলা, ৮৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি

এর আগে হয়তো এরকম মামলার সম্মুখীন হতে হয়নি কোন বিমানসংস্থাকে। বিমানের খাবারে আরশোলার জন্য ৮৭ লক্ষ টাকার ক্ষতিপূরনের মামলা করে এক আইনজীবী। আর এই মামলাটা করা হয় এমিরেটসের মতো নামকরা বিমান পরিবহন সংস্থাকে।  ঘটনাটি গত ২৭ ফেব্রুয়ারির।

জানা যায়,  মুম্বইয়ের বাসিন্দা  উকিল ইউসুফ ইকবাল মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে মুম্বই আসছিলেন নিজের জন্মদিন পালন করতে। কিন্তু সেদিনকা ফ্লাইটে খাবারে মরা আরশোলা দেখে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি বেশ কিছু জরুরি কাজও সারতে পারেননি। আর তাই তিনি ৮৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে বিমানসংস্থার পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয়। কিন্তু ইকবাল জানান, এজন্য তাঁর অনেক ক্ষতি হয়েছে। আর তাই তিনি মামলা করে সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। মুম্বই নেমে তাঁর একটি বিশেষ বৈঠক ছিল, যেখানে না যেতে পারার জন্য ইকবালের ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এর পাশাপাশি স্ত্রীর টিকিটের দাম এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার জন্য আরও ৫৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। ইতিমধ্যে এমিরেটসের পক্ষ থেকে ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।‌‌

Exit mobile version