Site icon Jamuna Television

ঢাবির সাবেক অধ্যাপককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক  সাইদা গাফফারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুই দিন আগে গাজীপুরের কাশিমপুর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন নিহতের মেয়ে সাহিদা আফরিন। নিহত সাইদা গাফফার কাশিমপুরের পাইনশাইল এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্পের একটি প্লটের কাজ করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ওই প্লটে আনারুল নামের এক মিস্ত্রি কাজ করতেন। ঘটনার সূত্রপাত হয় দুই দিন আগে, যখন অধ্যাপকের হাতে টাকা দেখতে পায় আনারুল। তখন তার হাত থেকে টাকা ছিনিয়ে নিতে চায় ওই মিস্ত্রি। এতে তিনি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায় আনারুল।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক দীপঙ্কর রায় জানান, আমরা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি আনারুলকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছি। সে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে।

Exit mobile version