Site icon Jamuna Television

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে জয় পেয়েছে টাইগাররা। প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের আশা জাগিয়েছিল মুমিনুল হকের দল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ফলে সিরিজ ড্র করে খুশি থাকতে হয় টাইগারদের।

ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক টানা ব্যর্থতার মাঝে এসেছে মাউন্ট মঙ্গানুই টেস্টে টাইগারদের জয়। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্যও এটি। এদিকে, গত বুধবার আগেভাগেই দেশে ফেরেন মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আরও পড়ুন: আপাতত হেড কোচ থাকছেন ডোমিঙ্গো, জানালো বিসিবি

Exit mobile version