Site icon Jamuna Television

সাইফের ওপর রাগলে খাঁটি বাংলায় ঝগড়া করেন শর্মিলা!

ছবি: সংগৃহীত

রবি ঠাকুরের বাড়ির মেয়ে বলে কথা! যতই পতৌদির নবাব বংশের বউ হোন আর স্থায়ী বসবাস হোক হিন্দিভাষী মুলুকে, বাংলা কি তার জীবন থেকে সহজে হারাতে পারে? আর তাই আজও রেগে গেলে মাতৃভাষা বাংলাকেই হাতিয়ার করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অন্দর মহলের এই গোপন তথ্য ফাঁস করেছেন তারই কন্যা, অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, ছেলে সাইফের সাথে ঝগড়া বাধলেই শর্মিলা নিমেষে বাঙালি মা! রাগ থেকে অভিমানের সব হিসেবনিকেশ মেটান খাঁটি বাংলায়।

আরও পড়ুন: অর্জুনের সাথে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন মালাইকা

সোহা বলেন, কে বলে বাংলা মিষ্টি ভাষা! আমাদের কাছে কিন্তু খুবই ভয়ের ভাষা। দাদা সাইফের সাথে বাংলায় তুমুল ঝগড়া করেন মা। আর মিটমাট করাতে আসরে নামতে হবে আমাকে।

পতৌদি বংশের নবাব, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করে পাকাপাকি ভাবে মুম্বাইয়ের বাসিন্দা হন ঠাকুরবাড়ির বংশধর শর্মিলা। সত্যজিতের ‘অপুর সংসার’, ‘দেবী’, ‘নায়ক’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো একাধিক বাংলা ছবির নায়িকা তার পর বলিউডেও অজস্র ছবিতে দাপটে অভিনয় করেছেন।

/এনএএস

Exit mobile version