Site icon Jamuna Television

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। এমন দাবি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। নতুন বছরের প্রথম দু’সপ্তাহের মধ্যেই এটি পিয়ংইয়ংয়ের তৃতীয় পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার চিফ জয়েন্ট অব স্টাফ জানায়, পূর্ব দিকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হতে পারে বলে ধারণা সিউলের। বিষয়টি টের পেয়ে শুক্রবার সকালে কিছু সময়ের জন্য সাগরে সতর্কতা জারি করে জাপানের কোস্টগার্ড।

ধারণা করা হচ্ছে, বাইডেন প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় একের পর এক পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার ৫ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেয় হোয়াইট হাউজ। সবশেষ মঙ্গলবার হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

ইউএইচ/

Exit mobile version