Site icon Jamuna Television

সালভাদরের সাংবাদিকদের ফোন হ্যাক করতে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহৃত

ছবি: সংগৃহীত

বিতর্কিত ইসরায়েলি স্পাইওয়্যার- পেগাসাস ব্যবহার করে এল সালভাদরের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর ফোনে আড়িপাতা হয়। সোমবার এই তথ্য জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘ইন্টারনেট ওয়াচডগ’।

বলা হয়, প্রায় দেড় বছর ধরে হ্যাকিংয়ের মাধ্যমে নজরদারিতে রাখা হয় তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, ফোনের স্পিকার, ক্যামেরা, ফোন নম্বর, ম্যাসেজ বক্স সবই নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা।

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাব বলছে, মধ্য আমেরিকার দেশটিতে ২০২০ সালের শুরু থেকে প্যাগাসাসের কার্যক্রম শুরু হয়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট।

ইউএইচ/

Exit mobile version