Site icon Jamuna Television

কমিক বইয়ের একটি পৃষ্ঠা বিক্রি হলো ৩.৩৬ মিলিয়ন ডলারে!

ছবি: সংগৃহীত

কমিক বই স্পাইডার ম্যানের একটি পৃষ্ঠা বিক্রি হলো রেকর্ড ৩.৩৬ মিলিয়ন ডলারে। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনের নিলামে ওঠে এটি।

মার্ভেল কমিকসের চিত্রশিল্পী মাইক জেক’র নিজ হাতে আঁকা একটি ছবি রয়েছে ওই পৃষ্ঠাটিতে। যেখানে কালো পোশাকে দেখা যায় স্পাইডারম্যানকে। ১৯৮৪ সালে আঁকা হয় ছবিটি।

একই নিলামে ওঠে সুপারম্যান সিরিজের একটি বইও। যেটি বিক্রি হয় ৩.১৮ মিলিয়ন ডলারে। লাখ লাখ ডলারে কমিক বইয়ের পাতা বিক্রি অবশ্য এটাই প্রথম নয়। তবে স্পাইডারম্যানের বইয়ের এই পৃষ্ঠা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।
আরও পড়ুন: সবচেয়ে দীর্ঘ সময় ওড়ার রেকর্ড গড়লো তুর্কি ড্রোন
ইউএইচ/

Exit mobile version