Site icon Jamuna Television

মাদারীপুরে অপহৃত ইতালী প্রবাসী সেই কিশোরী উদ্ধার

মাদারীপুরে শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে অপহৃত সেই ইতালী প্রবাসী কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও গ্রেফতার করা যায়নি প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে।

গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনী এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে নোভা নামের সেই কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগিরা। এরপরেই আর কোনো সন্ধান মেলেনি নোভার।

এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে নোভার পরিবার। এ ঘটনায় পুলিশ ২ আসামিকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে।

এক নিকট আত্মীয় মারা যাবার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সাথে ইতালি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৫ বছর বয়সী কিশোরী নোভা।

আরও পড়ুন: পিরোজপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

জেডআই/

Exit mobile version