Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ; বাংলাদেশের খেলা কীভাবে দেখবেন?

ছবি: সংগৃহীত।

ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসর। আসরে প্রথমদিনে প্রথম ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। আর এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশে মাঠে নামবে আসরের তৃতীয় দিনে। ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। আসরে প্রতিটি গ্রুপে চারটি করে দল খেলবে। বাংলাদেশের গ্রুপে অন্য দুটি দল হচ্ছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের ম্যাচসমূহ
তারিখ                       প্রতিপক্ষ                               ভেন্যু
১৬ জানুয়ারি                    ইংল্যান্ড,                        ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
২০ জানুয়ারি                   কানাডা                           কেনারি স্পোর্টস ক্লাব, সেন্ট কিটস
২২ জানুয়ারি                  আমিরাত                         ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি। কানাডার বিপক্ষের ম্যাচটি দেখাবে র‍্যাবিটহোল। তবে দেখা যাবে না আরব আমিরাতের বিপক্ষে খেলা ম্যাচটি। সবগুলো খেলাই হবে বাংলাদেশ সময় ৭টায়।

আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন রাকিবুল হাসান। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আসরের চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন রাকিবুল। গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ইংল্যান্ড।

এদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চলতি আসরে দল পাঠায়নি নিউজিল্যান্ড। করোনায় দেশটির ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কিউইদের বদলে আসরে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

জেডআই/

Exit mobile version