Site icon Jamuna Television

১৬ তারিখে বিজয় আমাদের সুনিশ্চিত: আইভী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সাতাশটি ওয়ার্ড ঘুরে দেখেছি। নারী, শিশু, বৃদ্ধ ও যুবক সবাই নৌকার পক্ষে স্লোগান দিয়েছে। শেখ হাসিনার নৌকা যাবেই যাবে ইনশাল্লাহ। ১৬ তারিখে বিজয় আমাদের সুনিশ্চিত।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনে শুক্রবার (১৪ জানুয়ারি) তিনি পথ সভায় এমন মন্তব্য করেন। এ সময় ভোট চেয়ে নারায়ণগঞ্জকে আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি দেন ভোটারদের।

ডা. আইভী বলেন, আধুনিক নারায়ণগঞ্জ গড়তে নৌকাকে বিজয়ী করুন। দুর্নীতিমুক্ত উন্নত নারায়ণগঞ্জ গড়ার জন্য নিশ্চয়ই আপনারা আমাকে ভোট দিবেন। সব সময় আপনাদের সেবা করেছি। নিশ্চয়ই আপনারা আমাকে বিমুখ করবেন না।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক বাহাউদ্দিন নাসিম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version