Site icon Jamuna Television

ইউটিউব সদর দপ্তরে গুলি; হামলাকারী নারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে ইউটিউব সদর দপ্তরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় আহত হয়েছে ৪ জন। হামলাকারী নারী ঘটনাস্থলেই আত্মহত্যা করেছেন। হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত করেনি সান ফ্রান্সিসকো পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার দুপুরে হঠাৎ গুলি করতে করতে ইউটিউব সদর দফতরে প্রবেশের চেষ্টা করে বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিতে আহত হয় ৪ জন। পরে নিজের গুলিতেই আহত হয়ে মারা যান হামলাকারী।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অন্তত ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউটিউবের কর্মীদের বাইরে বেরিয়ে আসতে সহায়তা করে।

কেন এ হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখতে চলছে তদন্ত। গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version