Site icon Jamuna Television

নেই ট্রলি সংকট, তবু কেন মাথায় নিতে হয় লাগেজ?

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেটেছে ট্রলি সংকট তবুও যাত্রীদের মাথায় করে পার্কিং পর্যন্ত লাগেজ নিয়ে যেতে হচ্ছে। এ নিয়ে ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ বিমান যাত্রীদের। তবে বিমান বলছে, যাত্রীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে ক্যানোপি গ্রিল দিয়ে আটকে দিয়েছেন তারা।

গত ডিসেম্বরে ভয়াবহ ট্রলি সংকট দেখা দিয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সে সংকট সমাধানে নতুন করে ৭০ জন ট্রলিম্যান নিয়োগের পর ট্রলি নিয়ে শুরু হয়েছে আরেক দুর্ভোগ। বিমানবন্দরের ক্যানোপিতে গ্রিল দিয়ে আটকে দিয়েছে কর্তৃপক্ষ। কারণ, যাত্রীর স্বজনদের অতিরিক্ত চাপ। যার ফলে এখান থেকে গাড়ি পর্যন্ত লাগেজ মাথায় করে নিয়ে যেতে হচ্ছে যাত্রীদের। গ্রিল দিয়ে আটকে দেয়ার কারণে স্বজনরা এসে যে সহায়তা করতো সেই সুযোগ নেই।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান বলছেন, অনেকে বাসা পর্যন্ত নিয়ে যায় ট্রলি। আর তাই যাত্রীদের সুবিধার কথা ভেবেই দেয়া হয়েছে গ্রিল। সেই সাথে যাত্রী সেবা আরো আধুনিক করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

/এডব্লিউ

Exit mobile version