Site icon Jamuna Television

করোনায় মৃত্যুর জন্য দায়ী জিন শনাক্ত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে পড়া বা মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়া একটি জিন আবিষ্কার করেছেন পোল্যান্ডের বিজ্ঞানীরা। পোলিশ জনগোষ্ঠীর মধ্যে এই জিন ১৪ শতাংশ মানুষের মধ্যে দেখা গেলেও ভারতে এর হার প্রায় দ্বিগুণ। শুক্রবার (১৪ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পোলিশ স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করতে সাহায্য করবে নতুন আবিষ্কারটি। এ কারণে সম্ভাব্য রোগীদের করোনা শনাক্তকরণ পরীক্ষার সাথে জেনেটিক পরীক্ষাও যোগ করার পরিকল্পনা করছে দেশটি। আগামী জুন মাসের শেষের দিকেই শুরু হতে পারে এ কার্যক্রম।

আরও পড়ুন: গরিব দেশে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ভ্যাকসিন পাঠানোর অভিযোগ

বিয়ালস্টক মেডিক্যাল ইউনিভার্সিটির ওই গবেষণায় বলা হয়েছে, করোনায় মৃত্যুঝুঁকি বাড়ানো জিন পোলিশ জনগোষ্ঠীর ১৪ শতাংশের মধ্যে উপস্থিত থাকতে পারে। ইউরোপজুড়ে এর হার নয় শতাংশ এবং ভারতে আনুমানিক ২৭ শতাংশ মানুষের মধ্যে এর দেখা মিলতে পারে। গবেষকদের মতে, বয়স, ওজন ও লিঙ্গের পরে করোনায় অসুস্থতার তীব্রতা নির্ধারণে চতুর্থ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কারণ এই জিন।

গবেষণার দায়িত্বে থাকা এক অধ্যাপক বলেন, যেসব লোক করোনা সংক্রমণের ক্ষেত্রে অথবা সংক্রমিত হওয়ার আগেই গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন, তাদের আরও ভালোভাবে শনাক্ত করতে সাহায্য করবে জেনেটিক পরীক্ষা।

/এনএএস

Exit mobile version