Site icon Jamuna Television

রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

সংগৃহীত ছবি।

রাতে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। কাল রোববার (১৬ জানুয়ারি) নির্বাচন সিটি কর্পোরেশনটিতে। ভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে নারায়ণগঞ্জে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। শুক্রবার রাত থেকে নগরীতে গাড়ি বহর নিয়ে টহল দিচ্ছে র‍্যাব। শহরের প্রবেশপথ চাষাড়া পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন কাউকে পেলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বহিরাগতদের নগরীতে প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তাই ভোটের দিনকে ঘিরে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

/এডব্লিউ

Exit mobile version