Site icon Jamuna Television

এবার শেরপুরে কলেজ অধ্যক্ষকে মারধর

এবার শেরপুরের জমসেদ আলী মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাসেই এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার অভিযোগ, এইচএসসি এবং ডিগ্রি শাখায় শিক্ষক নিয়োগের জন্য চাপ দিচ্ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল। রাজি না হওয়ায় ক্ষেপে যান তিনি।

মঙ্গলবার এইচএসসি’র ফরম পূরণের দুই লাখ ১০ হাজার টাকাও দাবি করেন মিনাল। বিফল হলে, ভাজিতা ছাত্রলীগ নেতা শাকিলসহ মারধর করেন বলেও অভিযোগ অধ্যক্ষের।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মিনাল। কলেজ পরিচালনা কমিটি সংশ্লিষ্টরা জানান, নিয়োগ বাণিজ্যে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

Exit mobile version