Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ছদ্মবেশে র‍্যাবের অভিযান, ৬ দস্যু আটক

কক্সবাজার প্রতিনিধি:

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকুলে ছদ্মবেশে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় পদ্ধতিতে তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে এসব অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল দস্যু। এরই প্রেক্ষিতে ছদ্মবেশে র‍্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এ সময় একটি ট্রলার থেকে এসব অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version